শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

সাকিব-মোস্তাফিজের বিষয়ে সরকারের সবুজ সংকেত

ক্রীড়া প্রতিবেদক
৮ মে ২০২১ ২০:০০ |আপডেট : ৯ মে ২০২১ ০০:০১
আইপিএল শেষ না করেই বিশেষ ব্যবস্থায় চার্টার্ড বিমানে চড়ে দেশে ফিরেছেন সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান।
আইপিএল শেষ না করেই বিশেষ ব্যবস্থায় চার্টার্ড বিমানে চড়ে দেশে ফিরেছেন সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান।

সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমানের কোয়ারেন্টাইন ইস্যুতে সরকারের সবুজ সংকেত পেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি। করোনা নেগেটিভ সনদ আসলে তারা উভয়েই অংশ নিতে পারবেন জাতীয় দলের অনুশীলনে।

শনিবার (৮ মে) বিকেলে গণমাধ্যমকর্মীদের এমনটাই জনিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী।

তিনি বলেন, বোর্ড সাকিব-মোস্তাফিজের কোয়ারেন্টাইনের বিষয়ে সবুজ সংকেত পেয়েছে। তারা করোনা টেস্টে নেগেটিভ আসলে জাতীয় দলের অনুশীলনে অংশগ্রহণ করতে পারবে। বোর্ড এই নিয়ে কাজ করতেছে।



মন্তব্য করুন