শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

দুই পরীক্ষায় সাকিবের করোনা নেগেটিভ, অপেক্ষা মোস্তাফিজের

ক্রীড়া প্রতিবেদক
৯ মে ২০২১ ১৭:০৬ |আপডেট : ৯ মে ২০২১ ২১:২৫
সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান।
সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান।

দুই বার করোনা টেস্ট করিয়ে নেগেটিভ ফলাফল পেয়েছেন ভারত ফেরত সাকিব আল হাসান। অন্যদিকে এক টেস্টে নেগেটিভ আসলেও দ্বিতীয় টেস্টের ফলাফল এখনও হাতে পাননি মোস্তাফিজুর রহমান।

ঢাকা ওয়েভকে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চিকিৎসক মঞ্জুর হোসাইন চৌধুরী।

তিনি বলেন, টানা দুই পরীক্ষায় সাকিবের ফল নেগেটিভ আসে। মোস্তাফিজের প্রথমবার নেগেটিভ আসে। আজ তার আবার নমুনা নেওয়া হয়েছে।

প্রসঙ্গত, আইপিএল চলাকালীন মাঝপথে গত ৬ মে একটি চার্টার্ড ফ্লাইটে ঢাকা আসেন সাকিব-মুস্তাফিজ। এরপর থেকে তারা আছেন কোয়ারেন্টাইনে। ১৪ দিন থাকার কথা থাকলেও বিসিবি প্রধান নির্বাহী জানিয়েছেন তাদের কোয়ারেন্টাইন কমতে পারে। সে বিষয়ে সরকারের সবুজ সংকেত পেয়েছে বিসিবি।



মন্তব্য করুন