বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশিদের জন্য আমিরাতের দরজা বন্ধ

নিজস্ব প্রতিবেদক
১০ মে ২০২১ ২২:০০ |আপডেট : ১১ মে ২০২১ ১৫:৫৬
প্রতিকি ছবি। সংগৃহীত
প্রতিকি ছবি। সংগৃহীত

করোনা মহামারীর সংক্রমণ প্রতিরোধে বাংলাদেশসহ মোট চারটি দেশ থেকে যাত্রী ও ফ্লাইট প্রবেশে সাময়িক নিষেধাজ্ঞা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)।

আজ সোমবার (১০ মে) আমিরাতের ন্যাশনাল ইমার্জেন্সি ক্রাইসিস অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট অথোরিটির (এনসিইএমএ) পক্ষ থেকে এক টুইট বার্তায় বিষয়টি জানানো হয়েছে।

এনসিইএমএ তাদের টুইটে বলেছে, বাংলাদেশ, পাকিস্তান, নেপাল এবং শ্রীলঙ্কাএ চার দেশের কোনও যাত্রী কিংবা উড়োজাহাজ আমিরাতে প্রবেশ করতে পারবে না। এমনকি এ চার দেশে ট্রানজিট নেওয়া যাত্রীদের জন্যও বন্ধ থাকবে আমিরাতের দুয়ার।

এনসিইএমএ’র টুইট। ছবি: টুইটার

তবে এ চারটি দেশে ট্রানজিট নেওয়া ফ্লাইট আমিরাতে প্রবেশ করতে পারবে। তবে কতদিনের জন্য এ নিষেধাজ্ঞা বহাল থাকবে, সে বিষয়ে টুইটে বিস্তারিত জানায়নি এনসিইএমএ।



মন্তব্য করুন

সর্বশেষ খবর
এই বিভাগের আর খবর