শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

ভর্তি পরীক্ষার নতুন তারিখ জানালো বুয়েট

নিজস্ব প্রতিবেদক
১২ মে ২০২১ ০০:২৫ |আপডেট : ১২ মে ২০২১ ১৭:১৭
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২০-২১ শিক্ষাবর্ষে প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার তারিখ পিছিয়ে নতুন তারিখ ধার্য করা হয়েছে।

মঙ্গলবার (১১ মে) বুয়েটের নীতিনির্ধারণটি পর্যায়ে বৈঠক শেষে এই সিদ্ধান্ত নেওয়া হয়। প্রাথমিক বাছাই পরীক্ষায় উত্তীর্ণ হলে ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করার সুযোগ পাবেন ভর্তিচ্ছুরা।

ভর্তি পরীক্ষার প্রথম ধাপ প্রাথমিক বাছাই (প্রিলিমিনারি) ৩১ মে ও ১ জুন এর পরিবর্তে যথাক্রমে ৩০ জুন ও ১ জুলাই অনুষ্ঠিত হবে। আর চূড়ান্ত ভর্তি পরীক্ষা ১০ জুনের পরিবর্তে ১০ জুলাই অনুষ্ঠিত হবে।

এর আগে বুয়েট জানিয়েছিলো, ৩১ মে ও ১ জুন এক ঘণ্টায় ১০০ নম্বরের একটি এমসিকিউ পদ্ধতিতে প্রাক-নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হবে। চার শিফটে পরীক্ষাটি হওয়ার কথা ছিলো। এরপর ৫ জুন মূল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য আবেদনকারীদের নাম প্রকাশ করবে বুয়েট। আগামী ১০ জুন বুয়েটের মূল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর আগামী ১ জুলাই নির্বাচিত ও অপেক্ষমাণ প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করা হবে।

তবে দেশের বর্তমান করোনা পরিস্থিতির বিবেচনা করে পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত থেকে সরে এসেছে ভর্তি পরীক্ষা আয়োজক কমিটি।



মন্তব্য করুন