শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

নন এমপিও শিক্ষক-কর্মচারীদের জন্য সুখবর

নিজস্ব প্রতিবেদক
১২ মে ২০২১ ২১:৫৯ |আপডেট : ১৩ মে ২০২১ ১৫:২৩
পুরোনো ছবি
পুরোনো ছবি

করোনাভাইরাসের কারণে বন্ধ থাকা নন এমপিও শিক্ষক ও কর্মচারীদের আর্থিক অনুদান প্রদান করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে শিক্ষকরা পাঁচ হাজার ও কর্মচারীরা আড়াই হাজার করে টাকা পাবেন।

সাধারণ শিক্ষা প্রতিষ্ঠানের এক লাখ পাঁচ হাজার ৭৮৫ জন, কারিগরি শিক্ষা, মাদ্রাসা শিক্ষা ও স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের ৬১ হাজার ৪৪০ জন শিক্ষক ও কর্মচারীকে এ অনুদান দেওয়া হচ্ছে। বুধবার (১২ মে) প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।  

এ সব শিক্ষক ও কর্মচারীদের অনুদান দেওয়ার জন্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগকে প্রায় ৭৫ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।



মন্তব্য করুন

সর্বশেষ খবর
এই বিভাগের আর খবর