শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

ঈদের টিভি অনুষ্ঠানে দুই বংশের ঝগড়া-বিবাদ!

বিনোদন প্রতিবেদক
১২ মে ২০২১ ২৩:৩৩ |আপডেট : ১৩ মে ২০২১ ০২:১৬
‘ঢাকাইয়া খানদান’ নাটকের একটি দৃশ্য
‘ঢাকাইয়া খানদান’ নাটকের একটি দৃশ্য

খানদানি ঝগড়া-বিবাদ ঢাকাইয়াদের কাছে একরকমের ঐতিহ্যের মতোই। এই ঝগরাটা মূলত দুই খানদানের মধ্যে হলেও মজাটা কিন্তু পাড়া-প্রতিবেশীরাই বেশি পায়।

তেমনি দুই ঝগড়াশালী খানদান হচ্ছে পুরান ঢাকার ‘মিয়া’ আর ‘খান’ পরিবার ওরফে খানদান। আর এই দুই খানদানের দুই মাত্র রত্ন হচ্ছে মিয়া পরিবারের ‘আশিক মিয়া’ এবং খান পরিবারের ‘সুইটি খান’। 

আশিক মিয়া দেখতে-শুনতে বেশ ভালো। মহল্লায় আড্ডাবাজি, ধান্দাবাজি সবকিছুতেই পাক্কা ঢাকাইয়া পোলা। লেখাপড়ায় রেজাল্টও  ভালো। এজন্য মহল্লায় তার আলাদা কদরও আছে। অপরদিকে, সুইটি খান দেখতে শুনতে বেশ ভালো হইলেও কাজকর্ম ও লেখাপড়ায় মন্দ। সে যেমন সুন্দরী ও স্মার্ট তেমনই বদরাগী। লেখাপড়ায় ডাব্বামার্কা হলেও সাজুগুজুতে তিনি সবাার আগে। এই দুই রত্নের (আশিক-সুইটি) মধ্যে ছোটবেলা থেকেই খানদানি শত্রুতার সুবাদে হরহামেশাই তাদের মধ্যে ঝগড়ার সৃষ্টি হয়। 

এবার এই দুই খানদান’র ঝগড়া-বিবাদ নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘ঢাকাইয়া খানদান’। রচনা ও পরিচালনা করেছেন মুহাম্মদ মিফতাহ্ আনান। আর নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব, সাফা কবির, আব্দুল্লাহ রানা, জুলফিকার চঞ্চলসহ অনেকে। 

নির্মাতা জানান, ‘ঢাকাইয়া খানদান’ প্রচার হবে ঈদের তৃতীয় দিন রাত সাড়ে ৮টায় আরটিভিতে।



মন্তব্য করুন