শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

উৎসবমুখর পরিবেশে জার্মানিতে ঈদ উদযাপিত

শামসুজ্জামান উদয়, জার্মানি
১৪ মে ২০২১ ১২:২৭ |আপডেট : ১৪ মে ২০২১ ১৩:৪৬
জার্মানিতে ঈদের জামাতে অংশ নেন মুসল্লিরা
জার্মানিতে ঈদের জামাতে অংশ নেন মুসল্লিরা

সৌদি আরব, তুরস্ক, ইন্দোনেশিয়াসহ অন্যান্য দেশের সঙ্গে মিল রেখে জার্মানিতেও উদযাপিত হয়েছে মুসলিমদের ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। এই উপলক্ষে রাজধানী বার্লিনসহ দেশটির অন্যান্য প্রদেশে ৭টি করে ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে।

পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে প্রবাসী অধ্যুষিত বার্লিনের প্রায় সবকটি মসজিদে ৭টি করে ঈদ জামাত হয়েছে। তবে সবচেয়ে বড় জামাত অনুষ্ঠিত হয় রাজধানীর নয়াকোলনের বায়তুল মোকাররম মসজিদে। করোনার সংক্রমণের মধ্যেও বিধিনিয়ম মেনে সেখানে উপস্থিত হন সর্বস্তরের প্রবাসী বাংলাদেশিসহ অন্যান্য দেশের ধর্মপ্রাণ মুসল্লিরা।

জামাত শেষে প্রবাসীরা স্বাস্থ্যবিধি মেনে একে অপরের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। শুভেচ্ছা জানান ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল দেশবাসীর জন্যও।

ঈদের নামাজে অংশ নিয়ে বিশ্বজুড়ে বর্তমানে মহামারি করোনা মোকাবেলায় জার্মানিতে বসবাসরত সর্বস্তরের সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান দেশটিতে নিযুক্ত রাষ্ট্রদূত মো মোশাররফ হোসেন ভূঁইয়া। তবে ইউরোপের অন্যান্য দেশের মতো জার্মানিতেও করোনার কারণে ঈদ আনন্দে কিছুটা ভাটা পড়লেও হাজার বছরের সম্প্রীতির বন্ধন দৃঢ় করার আহ্বান ছিল প্রতিটা মানুষের।



মন্তব্য করুন

সর্বশেষ খবর
এই বিভাগের আর খবর