শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

বালিয়াকান্দিতে বীর মুক্তিযোদ্ধা মুন্সী আব্দুল হাইকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

সৈয়দ মেহেদী হাসান, রাজবাড়ী
১৫ মে ২০২১ ০১:০০ |আপডেট : ১৫ মে ২০২১ ১৬:০২
বীরমুক্তিযোদ্ধা মুন্সী আব্দুল হাইকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
বীরমুক্তিযোদ্ধা মুন্সী আব্দুল হাইকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া গ্রামের বাসিন্দা ও নারুয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মুন্সী ইয়ার উদ্দিন আহম্মেদের সন্তান বীর মুক্তিযোদ্ধা এবং সাবেক আনসার ও ভিডিপি কর্মকর্তা মুন্সী আব্দুল হাইকে আজ শুক্রবার সকাল ১০টায় রাষ্ট্রীয় মর্যাদা শেষে দাফন করা হয়েছে।

তিনি গতকাল বৃহস্পতিবার ঢাকায় মারা যান। তিনি স্ত্রী, এক ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

শুক্রবার সকাল ১০টায় নারুয়া মুন্সী ইয়ার উদ্দিন আহম্মেদ বালিকা বিদ্যালয় মাঠে তার মরদেহে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আম্বিয়া সুলতানা ও মুক্তিযোদ্ধারা। পরে রাষ্ট্রীয় মর্যাদা গার্ড অব অনার প্রদান করা হয়।

ওই বিদ্যালয়ে জানাজার আগে তার কর্মময় জীবনের ওপর বক্তব্য দেন—সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন ফেরদৌস, ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. আবুল হোসেন খান, নারুয়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সালাম মাস্টার, বীরমুক্তিযোদ্ধা মুন্সী আব্দুল হাইয়ের সহদর মেজর (অব.) আবু সাঈদ রেজা প্রমুখ। পরে জানাজা শেষে মধুপুর কবরস্থানে দাফন করা হয়।



মন্তব্য করুন

সর্বশেষ খবর
এই বিভাগের আর খবর