মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

বিধবার ধান কেটে দিয়ে ছাত্রলীগের ঈদ উদযাপন

হাসানুজ্জামান হাসান, লালমনিরহাট
১৫ মে ২০২১ ০২:৪৭ |আপডেট : ১৫ মে ২০২১ ২৩:৪২
বিধবার ধান কেটে দিলেন ছাত্রলীগের নেতাকর্মীরা
বিধবার ধান কেটে দিলেন ছাত্রলীগের নেতাকর্মীরা

লালমনিরহাটের সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের তেলিপাড়া এলাকায় ঈদের দিন বিউটি বেগম নামে এক বিধবার ধান কেটে দিলেন ছাত্রলীগের নেতাকর্মীরা। ঈদের নামাজ শেষে জেলা ছাত্রলীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাবেদ হোসেন বক্করসহ ৩০ জন ছাত্রলীগের নেতাকর্মী ওই বিধবার ধান কেটে দিয়ে ঈদ উদযাপন করেন।

বিউটি বেগম নামে ওই নারীও ছাত্রলীগের এই সহায়তায় খুশি হয়েছে। তিনি বলেন, ‘আমি যখন শ্রমিকের অভাবে ধান কাটতে পারছিলাম না তখন হঠাৎ করে ঈদের দিন এসে ছাত্রলীগ আমার ধান কেটে দিবেন সেটা বিশ্বাসই হচ্ছিল না।’ তিনি ছাত্রলীগের নেতা-কর্মীদের মঙ্গল কামনা করেছেন।

জেলা ছাত্রলীগের সভাপতি জাবেদ হোসেন বক্কর বলেন, ‘আমরা গতকাল রাতে জানতে পারি ওই নারী শ্রমিকের অভাবে তার জমির ইরি-বোরো পাকা ধান কাটতে পারছেন না। কাটার অভাবে ধান ক্ষেতেই নষ্ট হয়ে যাচ্ছে। আমরা রাতেই সিদ্ধান্ত নিয়ে আজ সকালে ঈদের নামাজ শেষে তার এক বিঘা জমির ধান কেটে দেই। করোনা মহামারিতে ঈদে ঘুরতে না গিয়ে একজন বিধবা নারীর ধান কেটে দিয়েছি, সেটাই ঈদের সার্থকতা।’

তিনি আরও বলেন, ‘ছাত্রলীগ দেশের প্রতিটি ক্রান্তিকালে মানুষের পাশে আগে ছিল, এখনো আছে এবং আগামীতেও থাকবে।’



মন্তব্য করুন