শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

যে দামে বিক্রি হলো আইনস্টাইনের লেখা চিঠি

অনলাইন ডেস্ক
২২ মে ২০২১ ১৭:৩২ |আপডেট : ২২ মে ২০২১ ২২:৪৬
আইনস্টাইনের লেখা সেই চিঠিটি। ছবি: এপি
আইনস্টাইনের লেখা সেই চিঠিটি। ছবি: এপি

বিজ্ঞানের ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন। অনেকটা মনভোলা আর পাগলাটে স্বভাবের ছিলেন তিনি। তার তত্বের দিকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিতেন সমসাময়িক অনেক বিজ্ঞানী। আইনস্টাইনও দিতেন তার পাল্টা জবাব, লিখতেন চিঠি। তার এরকমই একটি চিঠি সম্প্রতি নিলামে বিক্রি হয়েছে।

তার কয়েকটি তত্ত্বকে চ্যালেঞ্জ করেছিলেন পোলিশ-আমেরিকান পদার্থবিদ লুদ্বিক সিলবারস্টেইন। লুদ্বিককে চিঠি লিখে তার জবাব দিয়েছেন আইনস্টাইন। এই চিঠিতে তার বিখ্যাত সূত্র E = mc^2 সূত্রের উল্লেখ ছিল। ১২ লাখ ডলারে বিক্রি হয়েছে নোবেলজয়ী বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনের লেখা বিশেষ চিঠিটি।

প্রসঙ্গত, ১৯০৫ সালে On the Electrodynamics of Moving Bodies নামক গবেষণা পত্রে E = mc^2 ফর্মুলাটি প্রথম প্রকাশিত হয়। জার্মান ভাষায় চিঠিটি লেখা হয়েছিল ১৯৪৬ সালের ২৬ অক্টোবর।



মন্তব্য করুন