শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ | ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রে চলে যাচ্ছেন সাকিব

ক্রীড়া প্রতিবেদক
১৭ জুন ২০২১ ২০:৩৯ |আপডেট : ১৮ জুন ২০২১ ১৬:৪৭
সাকিব আল হাসান
সাকিব আল হাসান

ঢাকা প্রিমিয়ার লিগ শেষ না করেই যুক্তরাষ্ট্রে চলে যাচ্ছেন মোহামেডান অধিনায়ক সাকিব আল হাসান। তিনি এ জন্য ক্লাব কর্তৃপক্ষকে চিঠি দিয়েছেন। ঢাকা ওয়েভকে বিষয়টি নিশ্চিত করেছেন মোহামেডানের ক্রিকেট সেক্রেটারি সেলিম সাহেদ।

সেলিম বলেন, সাকিব প্রায় ৩ মাস ধরে বায়োবাবলে আছে। ১১তম রাউন্ডের খেলা শেষে সে যুক্তরাষ্ট্রে যাবে। পরিবারের বাইরে থাকায় মানসিকভাবে কিছুটা অবসাদগ্রস্থ। আমরা তার বিষয়টি মানবিক বিবেচনায় দেখছি। তবে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।

আজ গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে শেষ ম্যাচ খেলবেন সাকিব। দলের ১১তম ম্যাচ হলেও সাকিবের এটা অষ্টম ম্যাচ। মাঝে তিনি তিন ম্যাচ নিষিদ্ধ ছিলেন স্টাম্পে লাথি ও স্টাম্প উপড়ে ফেলার  জন্য।

ব্যাট-বল হাতে নিজের সেরাটা দিতে পারছেন না বিশ্বসেরা অলরাউন্ডার। ৭ ম্যাচে ১১০ রানের পাশাপাশি বল হাতে নিয়েছেন ৮ উইকেট। ব্যাটিংয়ে সর্বোচ্চ ইনিংসটি (৩৭) খেলেন আবাহনীর বিপক্ষে। ৭ ম্যাচের মধ্যে দুবার আউট হয়েছেন ০ রানে।



মন্তব্য করুন