শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

সহকর্মীকে বিদায় জানাতে এসে প্রাণ গেল ৩ শ্রমিকের

কামরুল হাসান নিরব, ফেনী
১৪ অক্টোবর ২০২১ ১৭:৫৯ |আপডেট : ১৫ অক্টোবর ২০২১ ১৩:৫০
নিহতদের মরদেহ।
নিহতদের মরদেহ।

ফেনীর মুহুরীগঞ্জ বিসিক এলাকায় মালবাহী লরিচাপায় পথচারী তিন শ্রমিকের মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৪ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রাত সাড়ে আটটার দিকে বিসিক থেকে কাজ শেষ করে ক্যাঙ্গারু গ্রুপের পাঁচ কর্মী হেঁটে বাসায় ফিরছিলেন। এ সময় চট্টগ্রামের দিক থেকে আসা ঢাকাগামী একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে তাদের চারজনকে চাপা দেয়।

এতে ঘটনা স্থলেই দুজনের মৃত্যু হয়। এ সময় আহত হন আরও দুজন। তাদের হাসপাতালে নেওয়ার পথে মারা যান আরও একজন। ঘটনার পর লরিটির চালক পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।

নিহতরা হলেন- মোশারফ হেসেন (২২), জহিরুল (৪৫) ও সাজু (১৮)। তাদের তিনজনের বাড়িই জামালপুর জেলায়। তারা বিসিক এলাকায় ক্যাঙ্গারু গ্রুপের কারখানার শ্রমিক। 

ফেনীর মহুরীগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মুনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, লরিটি পুলিশের হেফাজতে রয়েছে। লরিটির চালককেও আটক করা হয়েছে। আহত শ্রমিককে মিরসরাইয়ের বারইয়ার হাটের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।



মন্তব্য করুন