শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

নীলফামারীতে অভিনব কায়দায় অটো-চার্জার চুরি, মূল হোতাসহ গ্রেপ্তার ৮

নীলফামারী প্রতিনিধি
২৯ অক্টোবর ২০২১ ১২:০০ |আপডেট : ২৯ অক্টোবর ২০২১ ১২:২৯
নীলফামারীর সৈয়দপুরে অটো-চার্জার চুরির একটি চক্রকে গ্রেপ্তার করেছে পুলিশ
নীলফামারীর সৈয়দপুরে অটো-চার্জার চুরির একটি চক্রকে গ্রেপ্তার করেছে পুলিশ

নীলফামারীর সৈয়দপুরে জুসের সাথে ঘুমের ঔষুধ মিশিয়ে অভিনব কায়দায় চালকদের চেতনানাশক ঔষধ খাইয়ে অটো-চার্জার চুরির একটি চক্রকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ প্রতারক চক্রের মূলহোতা মো. হেলাল হোসেন (২২) সহ ৮জনকে গ্রেপ্তার করেছে বলে জানা গেছে।

শুক্রবার (২৯ অক্টোবর) সকালে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলন এসব তথ্য জানিয়েছেন পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান।

পুলিশ সুপার জানান, গ্রেপ্তারকৃত মো. হেলাল হোসেন নিজে অশিক্ষিত হলেও নিজেকে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রের পরিচয় দিয়ে বৃদ্ধ অটোচালকদের সাথে সখ্যতা গড়ে তুলতো। পরে তাদের চেতনানাশক ওষুধ মেশানো জুস খাইয়ে অটো চার্জার চুরি করতো। 

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) রাতে ডিবি পুলিশের বিশেষ অভিযানে মূল হোতা হেলাল, চোরাই অটো চার্জার ক্রয়ের মহাজন, খুচরা বিক্রেতা, ফার্মেসী ব্যবসায়ী সহ আট জনকে আটক ও পাঁচটি অটো চার্জার উদ্ধার করা হয়, যার মূল্য দুই লাখ ৬০ হাজার টাকা।

আটককৃত মূলহোতা মো. হেলাল হোসেন দিনাজপুর কোতয়ালী থানার গাবুরা বাজার এলাকার মৃত হাফিজুল ইসলামের ছেলে। আটককৃত অন্যান্যরা হলেন, চোরাই অটোচার্জার ক্রয়ের মহাজন মো. উজ্জল ইসলাম(৩৫), মো. আনছার আলী(৪৫), ভাঙ্গারি ব্যবসায়ী মো. আলমগীর হোসেন(২০), চোরাই অটোচালকদের খুচরা ক্রেতা মো. জাবিরুল ওরফে জাফরুল ওরফে জাবেদুল ইসলাম(৪০), মো. আশরাফুল ইসলাম, মো. জাহেরুল ওরফে জহিরুল ওরফে জাহেদুল ইসলাম(৩৭), মো. আ. মান্নান (২২) মো. রাজু আহমেদ (৪৪)। 

এসময় উপস্থিত ছিলেন নীলফামারী জেলা বিশেষ শাখার ডিআইও-মুহাম্মদ শামসুল আলম, ডিবির অফিসার ইনচার্জ মো. হারুন অর রশিদ, ডিবির সাব-ইন্সপেক্টর মো. রেজানুর রহমান সহ জেলা প্রেসক্লাব ও রিপোটার্স ইউনিটির সাংবাদিকরা।



মন্তব্য করুন