শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ | ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

বড়াইগ্রাম উপজেলা আ.লীগের কাউন্সিল : সভাপতি কুদ্দুস, সম্পাদক মিজান

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
২৫ নভেম্বর ২০২১ ০৫:২৮
সভাপতি কুদ্দুস মিয়াজি ও সম্পাদক মিজান অ্যাডভোকেট মিজানুর রহমান
সভাপতি কুদ্দুস মিয়াজি ও সম্পাদক মিজান অ্যাডভোকেট মিজানুর রহমান

নাটোরের বড়াইগ্রাম উপজেলা আওয়ামী লীগের ত্রি বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। কাউন্সিল সভায় বর্তমান ভারপ্রাপ্ত সভাপতি আ. কুদ্দুস মিয়াজিকে সভাপতি ও অ্যাডভোকেট মিজানুর রহমান মিজানকে সম্পাদক নির্বাচিত করা হয়।

গতকাল বুধবার সকাল ১১টায় কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উপজেলা আওয়ামীলীগ কর্তৃক আয়োজিত কাউন্সিল সভায় ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজির সভাপতিত্বে ভার্চুয়াল মাধ্যমে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি।

সম্মেলনের উদ্বোধন করেন- জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান ও যুগ্ম সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাবলুর সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, আওয়ামী লীগের সদস্য আব্দুল আওয়াল, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমদ পলক এমপি, বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী ও বনপাড়া পৌরসভার মেয়র কেএম জাকির হোসেন।

সম্মেলনে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শিমুল এমপি। সম্মেলনে অন্যান্যের মধ্যে শহিদুল ইসলাম বকুল এমপি, সাবেক এমপি আবুল কালাম আযাদ, মহিলা এমপি রত্না খাতুন, জেলা পরিষদ চেয়ারম্যান সাজেদুর রহমান খান, সাবেক প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার, নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি, যুব মহিলা লীগের কেন্দ্রীয় সহ-সভাপতি কোহেলী কুদ্দুস মুক্তি, বড়াইগ্রাম পৌরসভার মেয়র মাজেদুল বারী নয়ন উপস্থিত ছিলেন।       

সম্মেলনের দ্বিতীয় পর্বে কাউন্সিল অধিবেশনে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসাবে বর্তমান ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান, সহ-সভাপতি অ্যাডভোকেট আরিফ উদ্দিন সরকার ও যুগ্ম সম্পাদক হিসাবে আনোয়ার হোসেন দুলালের নাম ঘোষণা করেন।



মন্তব্য করুন