শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

ইউপি নির্বাচনে বিশৃঙ্খলার চেষ্টা করলে হাত ভেঙে দেওয়া হবে : এএসপি সুমন

রাজবাড়ী প্রতিনিধি
২৫ নভেম্বর ২০২১ ১৫:৫৩ |আপডেট : ২৬ নভেম্বর ২০২১ ১০:৫১
কালুখালী ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে আচরণ বিধিমালা ও আইনশৃঙ্খলাবিষয়ক মতবিনিময় সভা
কালুখালী ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে আচরণ বিধিমালা ও আইনশৃঙ্খলাবিষয়ক মতবিনিময় সভা

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিশৃঙ্খলার চেষ্টা করলে প্রয়োজনে হাত ভেঙে দেওয়া হবে বলে হুঁশিয়ার করেছেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল, রাজবাড়ী) সুমন কুমার সাহা। রাজবাড়ীর কালুখালী ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে আচরণ বিধিমালা ও আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) বেলা ১১টায় কালুখালী সরকারি কলেজের হলরুমে উপজলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. ইসমাইল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা প্রশাসক দিলসাদ বেগম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান, জেলা রিটার্নিং কর্মকর্তা মো. মাসুদুর রহমান, সহকারী সিনিয়র পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন কুমার সাহা, কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হাসান প্রমখ বক্তব্য রাখেন।

সিনিয়র সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন কুমার সাহা বলেন, ‘নির্বাচন চলাকালীন সময়ে যদি কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করে তাহলে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রয়োজনে তার হাত ভেঙে দেওয়া হবে। কাউকে ছাড় দেওয়া হবে না। নির্বাচন অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠুভাবে করতে পুলিশ বাহিনী সদা সর্বদা প্রস্তুত।’

রাজবাড়ী পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান বলেন, ‘আগামী ২৮ নভেম্বর ভোট গ্রহণের দিন সাধারণ ভোটাররা যেন তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন। জন্য সকল ব্যবস্থা করা হবে। যদি কউ কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, তবে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

রাজবাড়ী জেলা প্রশাসক দিলসাদ বেগম বলন, ‘আসন্ন ইউপি নির্বাচনে ভোটগ্রহণ অবাধ, সুষ্ঠু ও নিরপক্ষ হবে। সকল ভোটারগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন। আইনশৃঙ্খলা বিষয়ে প্রশাসন বলিষ্ঠ ভূমিকা পালন করবে। নির্বাচন মাঠে র‌্যাব, পুলিশ, আনসার বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন।’

অনুষ্ঠানে ৭টি ইউনিয়নের ৯৭টি পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা অংশগ্রহণ করছেন।



মন্তব্য করুন