শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

বিপিএলের প্রথম ফিফটি তামিমের

ক্রীড়া প্রতিবেদক
২১ জানুয়ারি ২০২২ ১৪:৩৩ |আপডেট : ২২ জানুয়ারি ২০২২ ০৯:০৫
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

লম্বা সময় ধরে হাসছিল না তামিম ইকবালের ব্যাট। ইনজুরির কারণে টি-টোয়েন্টি খেলা হয়নি দীর্ঘদিন। মাঝে নেপালের এভারেস্ট প্রিমিয়ার লিগেও (ইপিএল) রান পাননি তেমন একটা।

আর সে কারণে তামিম-ভক্তদের মনে চাওয়া ছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসরের মধ্য দিয়ে রানের ধারায় ফিরবেন তামিম।

ভক্তদের আবদারটা রাখলেন তামিম। বিপিএলের উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে খুলনা টাইগার্সের বিপক্ষে দুর্দান্ত এক হাফ সেঞ্চুরি হাঁকিয়েছেন দেশসেরা এই ওপেনার। তার অর্ধশতকে ভর করে মুশফিকের দলকে চ্যালেঞ্জিং স্কোরের হাতছানি দিচ্ছে ঢাকা।

খুলনার বিপক্ষে প্রথম ম্যাচে দলকে দারুণ শুরু এনে দেন ঢাকার দুই ওপেনার তামিম ইকবাল ও মোহাম্মদ শেহজাদ।

ত্রয়োদশ ওভারের পঞ্চম বলটি লং অনে ঠেলে দিয়ে একবার জায়গা পরিবর্তন করেন তামিম। আর তাতে তুলে নেন বিপিএলের চলতি আসরের প্রথম ফিফটি।

দুর্দান্ত এই ফিফটি করেন তামিম ৪২ বল খেলে। তার ইনিংসে ছিল সাতটি চারের মার। শর্টার ফরম্যাটের ক্যারিয়ারে এটি তার ৪১তম অর্ধশতক।

তবে নিজের ইনিংস এরপর বেশি দূর টেনে নিতে পারেননি তামিম। ৫০ করে তাকে থামতে হয় কামরুল রাব্বির শিকার হয়ে।



মন্তব্য করুন