শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ | ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

৩০০ গজ যাওয়ার পর দেখল ট্রেনের বগি নেই

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
২৪ জানুয়ারি ২০২২ ১৩:০৮ |আপডেট : ২৫ জানুয়ারি ২০২২ ০৯:০৬
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

গাজীপুরের শ্রীপুরে স্টেশন থেকে প্রায় ৩০০ গজ দূরে ঢাকাগামী কমিউটার ট্রেনটি চলে যাওয়ার পর চালক দেখল ট্রেনের বগি নেই।

ট্রেনের বাফার ভেঙে ইঞ্জিন থেকে বগি আলাদা হয়ে যায়। ২৪ জানুয়ারি সোমবার বিকেল ৫টার দিকে শ্রীপুর রেলস্টেশনে এ ঘটনা ঘটে।

ট্রেনের যাত্রী শামসুদ্দিন বলেন, হঠাৎ করে দেখলাম ট্রেন জোরে সরে একটা ঝাঁকুনি দিলো। তারপর বাইরে তাকিয়ে দেখি ট্রেনের বগি একদিকে ইঞ্জিন আরেক দিকে।

শ্রীপুর রেলস্টেশনের মাস্টার হারুন অর রশিদ জানান, ঢাকাগামী কমিউটার ট্রেনটি শ্রীপুর স্টেশনে থামার সময় হঠাৎ করে বগি থেকে ইঞ্জিন আলাদা হয়ে যায়। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। দ্রুত সময়ের মধ্যেই ইঞ্জিন লাগিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক করা হবে।



মন্তব্য করুন