শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ে ইউপি নির্বাচনী প্রচারণায় ৪ সংবাদকর্মী আহত

ঠাকুরগাঁও প্রতিনিধি
২৯ জানুয়ারি ২০২২ ১২:৫৯ |আপডেট : ২৯ জানুয়ারি ২০২২ ১৫:২৩
ঠাকুরগাঁওয়ে ইউপি নির্বাচনী প্রচারণায় ৪ সংবাদকর্মী আহত
ঠাকুরগাঁওয়ে ইউপি নির্বাচনী প্রচারণায় ৪ সংবাদকর্মী আহত

আগামী ৭ ফেব্রুয়ারি ঠাকুরগাঁও ইউপি নির্বাচনকে কেন্দ্রে করে সরকার দলীয় ও স্বতন্ত্র প্রার্থী সমর্থকদের মধ্যে দফায় দফায় হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় তথ্য সংগ্রহ করতে গিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি ও তিন সংবাদকর্মীসহ চারজন আহত হয়েছে।

পরে পুলিশ প্রশাসনের সহায়তায় আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। 

আজ শনিবার দুপুরে সদর উপজেলার সেনুয়া ইউনিয়নের মন্ডলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকে সেনুয়া ইউনিয়নের মন্ডলপাড়ায় সরকার দলীয় নৌকার প্রার্থী নোবেল কুমার সিংহ ও স্বতন্ত্র প্রার্থী মতিউর রহমানের সমর্থকরা একই সময় প্রচারণা চালায়। 

এসময় উভয়ের প্রার্থী সমর্থকরা মুখোমুখি অবস্থায় পড়লে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে তাদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এ সময় তথ্য সংগ্রহের সময় সংবাদকর্মীদের ওপর হামলা চালায় তারা। ছিনিয়ে নেয় ক্যামরা ও মোবাইল। পরবর্তীতে খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনার তীব্র নিন্দা জানায় গণমাধ্যমকর্মীরা।

সদর থানার ওসি তানভিরুল ইসলাম জানান, সাংবাদিকদের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে



মন্তব্য করুন