শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

আকর্ষণীয়ভাবে নোবিপ্রবিতে সরস্বতী পূজা পালিত

নোবিপ্রবি প্রতিনিধি
৫ ফেব্রুয়ারি ২০২২ ১৪:৪৩ |আপডেট : ৬ ফেব্রুয়ারি ২০২২ ০৩:৩৯
নোবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় সরস্বতী পূজা উদযাপিত
নোবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় সরস্বতী পূজা উদযাপিত

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) প্রতিবছরের ন্যায় এবারও যথাযোগ্য মর্যাদায় সরস্বতী পূজা উদযাপিত হয়েছে।

শনিবার (৫ ফেব্রুয়ারি) নোবিপ্রবির কেন্দ্রীয় উপাসনালয়ে শুক্ল পক্ষের পঞ্চমী তিথির শুভ্র সকালে শ্বেতহংসবাহিনী, বিদ্যাদায়িনী দেবী সরস্বতীর আবির্ভাব উপলক্ষে প্রতিমা স্থাপন, বাণী অর্চনা, অঞ্জলি প্রদান, সাংস্কৃতিক অনুষ্ঠান, মহাপ্রসাদ বিতরণ ও কীর্তন অনুষ্ঠিত হয়।

নোবিপ্রবির কেন্দ্রীয় উপাসনালয়ে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নোবিপ্রবি ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক ও সরস্বতী পূজা উদযাপন কমিটির সদস্য সচিব বিপ্লব মল্লিক, অধ্যাপক ড. দেবাশীষ সাহা, ড. ধীরেন্দ্র নাথ বর্মণ, ড. সুবোধ কুমার সরকার, ড. শ্যামল কুমার পাল, ড. ভক্ত সুপ্রতিম সরকার প্রমুখ। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষিকা -শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

সরস্বতী দেবীর পূজাতে নোবিপ্রবির ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের নতুন প্রভাষক সঞ্জয় কুমার আচার্য্য পুরোহিত হিসেবে পূজায় অংশগ্রহণ করেছেন। স্বাস্থ্যবিধি মেনে পূজা উদযাপিত হয়েছে।



মন্তব্য করুন

সর্বশেষ খবর
এই বিভাগের আর খবর