শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

প্রথম ডেটে যেসব কাজ ভুলেও করবেন না

অনলাইন ডেস্ক
২৮ মে ২০২২ ০৬:৫৩ |আপডেট : ২৮ মে ২০২২ ১৪:২৪
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

ভালোবাসার মানুষটার সঙ্গে প্রথম ডেট মানে আগ্রহের সীমা নেই। প্রথম দিনটা দুজনের জন্যই খুব গুরুত্বপূর্ণ। দিনটি নিয়ে অনেকের নানা প্রস্তুতি থাকে। নানা জল্পনা-কল্পনাও করেন কেউ কেউ। এদিন আপনার অনেক আচরণ নিজের খুব স্বাভাবিক মনে হলেও প্রভাব ফেলতে পারে প্রেমের ভবিষ্যতে৷ প্রথম ডেটে কিছু বিষয় এড়িয়ে চলা উচিত। যেমন-

বেশি প্রেম-প্রেম ভাব দেখাবেন না : প্রথম দিনই বেশি বাড়াবাড়ি করলে অপরপক্ষের ঘাবড়ে যাওয়ার সম্ভাবনা প্রবল৷ স্বাভাবিক থাকুন, বন্ধুর মতো আচরণ করুন৷ ভোলো লাগার মানুষ আপনার সঙ্গে ডেটে এসেছেন মানেই সম্পর্কেও রাজি, প্রথমদিনেই এতটা ধরে না নেওয়াই ভালো৷

আদরের নাম বা ডাকনামে ডাকবেন না: আপনাদের অনেকদিনের পুরনো আলাপ থাকলে তবুও চলতে পারে, কিন্তু অল্পদিনের পরিচয়ে কোনওরকম আদরের নাম বা ডাকনামে ডাকার চেষ্টা করবেন না৷ এর চেয়ে বিরক্তিকর আর কিছু হতেই পারে না৷

পৌঁছতে দেরি করবেন না : কফিশপ বা রেস্তরাঁয় একা বসে অপেক্ষা করাটা অত্যন্ত বিরক্তিকর৷ তা ছাড়া দেরি করে যাওয়া মানে আপনি তার সময়ের অপচয় করছেন।

টাকাপয়সার আলোচনা নয় : আপনার কত ব্যাঙ্ক ব্যালান্স আছে, বাজারে দেনা আছে কিনা, এ সব নিয়ে অন্যজন আগ্রহী নন৷ মনে রাখবেন, পছন্দের মানুষটি ডেটে আসতে রাজি হয়েছেন আপনাকে পছন্দ হয়েছে বলে৷ প্রথম দিনই টাকাপয়সার কথা তুলে মুহূর্তটা নষ্ট করবেন না।

ওয়েটারের সঙ্গে খারাপ ব্যবহার করবেন না : ব্যবহারই আপনার পরিচয়৷ বিশেষ করে যাদের সামাজিক অবস্থান আপনার চেয়ে খানিকটা নিচু, তাদের সঙ্গে আপনি কেমন ব্যবহার করেন, সেটাই আপনার পরিচয়৷ আর এই নিয়মটা শুধু প্রথম ডেট নয়, সারা জীবনের জন্য প্রযোজ্য৷ তাই রেস্তরাঁয় ওয়েটারদের সঙ্গে খারাপ ব্যবহার করলে আপনার পরিচয় ফুটে উঠবে।



মন্তব্য করুন