শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ | ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

কক্সবাজারে পাচারকালে ১ লাখ ইয়াবাসহ গাড়ি চালক গ্রেপ্তার

চকরিয়া প্রতিনিধি
৩০ সেপ্টেম্বর ২০২২ ১০:৩৭ |আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২২ ১৩:০৬
কক্সবাজারে পাচারকালে ১ লাখ ইয়াবাসহ গাড়ি চালক গ্রেপ্তার
কক্সবাজারে পাচারকালে ১ লাখ ইয়াবাসহ গাড়ি চালক গ্রেপ্তার

কক্সবাজারে অভিযান চালিয়ে একটি প্রাইভেটকার গাড়ি থেকে ১ লাখ পিস ইয়াবাসহ মো. শাহাব উদ্দিন (২৪) নামে এক গাড়ি চালককে গ্রেপ্তার করছে জেলা গোয়েন্দা পুলিশ। এ সময় জব্দ করা হয়েছে পাচার কাজে ব্যবহৃত গাড়ি দুটি।

গ্রেপ্তারকৃত মো. শাহাব উদ্দিন রামু খুনিয়াপালং ইউনিয়নের ৩নং ওয়ার্ডের উত্তর খুনিয়াপালং এলাকার ছৈয়দ আলমের ছেলে।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) রাত ১০টা নাগাদ কক্সবাজার জেল গেইট এলাকা থেকে মাদকের চালানসহ তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ডিবি পুলিশের (ওসি) সাইফুল ইসলাম।

তিনি জানান, টেকনাফ থেকে কার গাড়ি যোগে এনে অন্য একটি পরিবহনে করে ইয়াবার চালাল পাচার করা হবে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযানে নামে গোয়েন্দা পুলিশ। রাতে জেল গেট এলাকায় (ঢাকা মেট্রো গ- ২৭-৩০১০) একটি প্রিমিও কার অন্য একটি নোহা গাড়িতে মাদকের চালানটি পাচার করে পালানোর সময় গাড়ি দুটি আটকে তল্লাশী চালানো হয়। এসময় মাইক্রোর সামনের সিটের নিচে থেকে এক লাখ পিস ইয়াবার চালানসহ নোহা গাড়ির চালককে গ্রেপ্তার করা হয়। ডিবির উপস্থিতি টের পেয়ে কার চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি।

ধৃত চালককে জিজ্ঞাসাবাদ শেষে কক্সবাজার সদর মডেল থানায় হস্থান্তর করা হয়েছে বলে জানিয়েছেন এই গোয়েন্দা কর্মকর্তা।



মন্তব্য করুন