শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডস

স্পোর্টস ডেস্ক
৩ ডিসেম্বর ২০২২ ১৭:৪০ |আপডেট : ৪ ডিসেম্বর ২০২২ ১০:৫৭
বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠার পর ডাচ শিবিরের উল্লাস
বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠার পর ডাচ শিবিরের উল্লাস

গ্রুপ পর্বে দুটি ম্যাচে ড্র করেছিল যুক্তরাষ্ট্র। তবে ফিনিশিং ব্যর্থতার কারণে তিন ম্যাচে মাত্র দুই গোল পেয়েছিল গ্রেগ বারহল্টারের শিষ্যরা। একই কারণে নকআউটে নেদারল্যান্ডসের বিপক্ষে আক্ষেপে পড়তে হলো আমেরিকানদের।

একাধিক সুযোগ তৈরি করেও কাঙ্ক্ষিত গোলের দেখা পেল না ক্রিস্টিয়ান পুলিসিকরা। এদিকে সুযোগ কাজে লাগিয়ে জয় নিয়ে মাঠ ছাড়ল ডাচরা।

শনিবার (৩ ডিসেম্বর) শেষ ষোলোর প্রথম ম্যাচে খলিফা আন্তর্জাতিক স্টেডিয়ামে যুক্তরাষ্ট্রকে ৩-১ গোলে হারিয়েছে নেদারল্যান্ডস। বলের দখল থেকে আক্রমণ গড়া, কোনদিকেই পিছিয়ে ছিলেন না ক্রিস্টিয়ান পুলিসিকরা।

কিন্তু মেমফিস ডিপাই, ডিলে ব্লিন্ড ও ডেনজেল ডাম্ফ্রিসের গোলে জয় পেল লুইস ভন গলের শিষ্যরা। যুক্তরাষ্ট্রের পক্ষে হাজি রাইট একটি গোল শোধ করলেও খেলায় ফিরে আসতে পারেনি তারা।



মন্তব্য করুন