রবিবার, ১ অক্টোবর ২০২৩ | ১৬ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ

জাবি শিক্ষক জনিকে অপসারণের দাবিতে মানববন্ধন

জাবি প্রতিনিধি
৬ ডিসেম্বর ২০২২ ১৫:০১ |আপডেট : ৬ ডিসেম্বর ২০২২ ২১:০১
বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনের সড়কে মানববন্ধন করেন শিক্ষার্থীদের একাংশ।
বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনের সড়কে মানববন্ধন করেন শিক্ষার্থীদের একাংশ।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) প্রলোভন দেখিয়ে একাধিক ছাত্রীর সঙ্গে ‘অনৈতিক সম্পর্ক’ গড়ে তোলার অভিযোগে পাবলিক হেলথ এন্ড ইনফরমেটিকস বিভাগের সহকারী অধ্যাপক মাহমুদুর রহমান জনিকে সহকারী প্রক্টরের দায়িত্ব থেকে অব্যাহতি এবং তদন্তের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) দুপুর পৌনে ১টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনের সড়কে এ মানববন্ধন করেন শিক্ষার্থীদের একাংশ।

এ সময় শিক্ষার্থীরা শিক্ষক জনিকে সহকারী প্রক্টরের দায়িত্ব থেকে অব্যহতি প্রদান এবং তার বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্ত করে বিচারের দাবি করেন।