শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

কালো ডিম, দাম ৪৩ লাখ টাকা!

অনলাইন ডেস্ক
২০ ফেব্রুয়ারি ২০২৩ ০৪:০৮ |আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৩ ১১:৩২
কালো ডিম, দাম ৪৩ লাখ টাকা!
কালো ডিম, দাম ৪৩ লাখ টাকা!

দেখলে মনে হবে কালো রঙের ডিম। কিন্তু সেগুলো কিন্তু ডিম নয়, সোনারই বিশেষ যৌগিক অবস্থা। সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে আসা এক যাত্রীর কাছ থেকে চারটি কালো সোনা উদ্ধার করেছে ভারতের কেরালার কোচির শুল্ক দফতরের এয়ার ইন্টেলিজেন্স ইউনিট (এআইইউ)।

এআইইউ জানিয়েছে, ওই ৪টি কালো ডিমের মতো দেখতে সোনার যৌগের ওজন ৯০০.২৫ গ্রাম। মূল্য প্রায় ৪৩ লক্ষ টাকা।

স্থানীয় সময় গতকাল রবিবার শারজা থেকে ভারতের কোচিতে পৌঁছায়  জি৯ ৪২৬ বিমানটি। ওই বিমানের একজন যাত্রীকে কোচি বিমানবন্দরের গ্রিন চ্যানেলে আটক করেন শুল্ক দফতরের কর্তারা।

ওই যাত্রীর নাম হুসেন। তার কাছ থেকেই উদ্ধার করা হয় সোনা। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, কেরেলার পালাক্কড়ের বাসিন্দা তিনি। তবে এর পেছনে কোনো চক্র আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। ভারতে এই নিয়ে গত পাঁচদিনে পঞ্চম পাচারের ঘটনা এটি।

 

সূত্র: আনন্দবাজার।



মন্তব্য করুন