শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ | ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

মেঘনায় বাল্কহেডের ধাক্কায় ট্রলারডুবি, নিহত ১

নিজস্ব প্রতিবেদক
২২ মার্চ ২০২৪ ২২:৪২ |আপডেট : ২৪ মার্চ ২০২৪ ১৪:১৯
ব্রাহ্মণবাড়িয়া জেলা
ব্রাহ্মণবাড়িয়া জেলা

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মেঘনা নদীতে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত একজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। ট্রলারের ৬ জন এখন পর্যন্ত নিখোঁজ আছেন বলে জানা গেছে।

আজ শুক্রবার সন্ধ্যায় উপজেলার চর সোনারামপুর এলাকায় এ ট্রলারডুবির ঘটনা ঘটে। ভৈরব নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক কে এম মনিরুজ্জামান চৌধুরী এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ট্রলারে প্রায় ১৫-১৬ জন ছিলেন। তারা ভ্রমণে যাচ্ছিলেন বলে জানা গেছে। পথে চরসোনারমপুর এলাকায় একটি বালুবাহী বাল্কহেডের সঙ্গে ধাক্কা লেগে ট্রলারটি ডুবে যায়।

খবর পেয়ে নৌ-পুলিশের সদস্য ও স্থানীয়রা মিলে ৮-১০ জনকে উদ্ধার করে। তাদের ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। নিহতের মরদেহও উদ্ধার করেছে নৌ-পুলিশ। এ রিপোর্ট লেখা পর্যন্ত অপর নিখোঁজদের উদ্ধারে অভিযান চলছিল।



মন্তব্য করুন