শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

বিতর্ক আমার পিছু ছাড়ে না

বিনোদন প্রতিবেদক
৪ মে ২০২১ ১৭:৩২ |আপডেট : ৪ মে ২০২১ ২০:২২
জনপ্রিয় মডেল-অভিনেতা তৌসিফ মাহবুব
জনপ্রিয় মডেল-অভিনেতা তৌসিফ মাহবুব

ঈদের একাধিক নাটক ও টেলিছবিতে কাজ করেছেন জনপ্রিয় মডেল-অভিনেতা তৌসিফ মাহবুব। বিভিন্ন টিভি চ্যানেলে সব মিলিয়ে প্রায় ৪২টি নাটকে দেখা যাবে তাকে। তৌসিফ জানান, নাটক ও টেলিছবি মিলিয়ে ৪২টির মতো কাজ এই ঈদে প্রচার হবে।

এর মধ্যে রয়েছে- অনন্য ইমনের ‘ম্যারাডোনার ছেলে’, মিজানুর রহমান আরিয়ানের ‘চিরকাল’, মিফতা আনানের ‘বেহায়া’, মোহন আহমেদের ‘নাবিক’, ইউসুফ চৌধুরীর ‘হারানো দিনের গান’, অলক হাসানের ‘ফরেন বাবুর্চি’, পথিক সাধুর ‘রিকশাওয়ালা দুলাভাই’ ইত্যাদি।

একসঙ্গে এতগুলো কাজ করার কারণে কি সঠিক মান ধরে রাখা সম্ভব হয়েছে? জানতে চাইলে তিনি বলেন, ‘সবগুলো কাজই ঈদকে টার্গেট করে করা- এমন না। এর মধ্যে কিছু কাজ আছে আগের। গত ভালোবাসা দিবস ও কোরবানির ঈদে আমার প্রায় ২০টি নাটক যায়নি। স্পন্সরসহ নানা জটিলতায় এগুলো আটকে ছিল। সেসব কাজ জমে ৪২টির মতো হয়েছে। আমি চেষ্টা করেছি, নিজের সেরাটা দিতে। বাকিটা বিচার করবে দর্শক।’

ঈদে কোন ধরনের গল্পে আপনাকে বেশি দেখা যাবে? উত্তরে তৌসিফ বলেন, ‘ঈদে প্রেম ও হাসির নাটকই বেশি প্রচার হয়। তবে আমি বরাবরই সব ধরনের গল্পের নাটকে কাজে আগ্রহী। আমি চাই- দর্শকরা আমাকে সিরিয়াস, প্রেম-ভালোবাসার গল্পনির্ভর নাটকেও দেখুক। সেই ভাবনা থেকে ঈদ আয়োজনে সব ধরনের নাটকেই কাজ করেছি।’

এখন আর ধারাবাহিক নাটকে খুব একটা কাজ করছেন না তৌসিফ মাহবুব? তিনি জানান, ব্যাচেলর পয়েন্ট’র পর নতুন কোনো ধারাবাহিকের কাজ করেননি তিনি। তবে ভালো গল্প-চরিত্র পেলে সামনে কাজ করার ইচ্ছে আছে তার।

এদিকে, নানা কারণে প্রায়ই বিতর্কের মুখে পড়েন তৌসিফ। কী কারণে এমনটি হয়? জানতে চাইলে এই অভিনেতা বলেন, ‘বিতর্ক আমার পিছু ছাড়ে না, কপালই মন্দ। একটু খেয়াল করে দেখবেন, যখন কোনো বিতর্ক শুরু হয় তখন আমি চুপ থাকি। বিতর্ক একসময় থেমে যায়। আর সবশেষে সবকিছু মিথ্যে প্রমাণিত হয়। আলোচনা থাকলে, সমালোচনাও থাকবে। এটি মেনে নিয়েছি।’



মন্তব্য করুন