মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪ | ১৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

রাণীশংকৈলে নারী শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

গৌতম চন্দ্র বর্মন, ঠাকুরগাঁও
১৬ মে ২০২১ ০৪:০৭ |আপডেট : ১৬ মে ২০২১ ১৮:০৭
মৃত বেহুলা বেগম
মৃত বেহুলা বেগম

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ইটভাটার এক বিধবা শ্রমিকের গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৫ মে) উপজেলার উত্তর বনগাঁও (পাকুয়ানটূলি) গ্রামের বি আর বি ইটভাটার পাশের একটি গাছ থেকে লাশটি উদ্ধার করা হয়। মৃত বেহুলা বেগম (৫২) মৃত ইউনুস আলীর স্ত্রী।

জানা যায়, ভাটার পাশে ধান ক্ষেতে কীটনাশক ছিঁটানোর সময় এক কৃষক ঝুলন্ত অবস্থায় ওই নারীকে দেখতে পেয়ে এলাকায় খবর দেয়। পরে এলাকার লোকজন ঝুলন্ত লাশটি দেখতে পেলে বিষয়টি রানীশংকৈল থানায় অবহিত করলে থানা পুলিশ লাশ উদ্ধার করে।

এলাকাবাসী এবং বেহুলা বেগমের পারিবারিক সূত্রে জানা গেছে, ওই ভাটার এক ট্রলির ড্রাইভারের সাথে টাকা-পয়সা নিয়ে কোনো একটা সম্পর্ক ছিল এবং তার জের ধরেই তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রানীশংকৈল থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম জাহিদ ইকবাল



মন্তব্য করুন