শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

সাফে ভারতকে হারাল বাংলাদেশ

স্পোটর্স ডেস্ক
১৭ ডিসেম্বর ২০২১ ১১:২১ |আপডেট : ১৮ ডিসেম্বর ২০২১ ১১:৩৯
অনূর্ধ্ব-১৯ নারী দলের ফুটবলাররা। ছবি : সংগৃহীত
অনূর্ধ্ব-১৯ নারী দলের ফুটবলাররা। ছবি : সংগৃহীত

সাফ অনূর্ধ্ব-১৯ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে ভারতকে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিল বাংলাদেশের মেয়েরা। সামসুন্নাহারের একমাত্র গোলে ভারতের মেয়েদের হারিয়ে জয়ের আনন্দে মাতে মারিয়া মান্ডার দল।

এই জয়ে পয়েন্ট টেবিলের চূড়ায় ওঠার পাশাপাশি ফাইনাল খেলার স্বপ্ন আরও উজ্জ্বল হলো বাংলাদেশের মেয়েদের। রোববার শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম রাউন্ডে নিজেদের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ।

কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে ১-০ গোলে জিতেছে বাংলাদেশ। ম্যাচের অষ্টম মিনিটে পেনাল্টি থেকে জয়সূচক গোলটি করেছেন শামসুন্নাহার সিনিয়র।

ম্যাচের ষষ্ঠ মিনিটে তহুরা খাতুন বল নিয়ে ভারতের বক্সে ঢুকলে ফাউলের শিকার হন। ফলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। গোলের সহজ সুযোগ হাতছাড়া করেননি শামসুন্নাহার।

৩ ম্যাচে ২ জয় ও ১ ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে এলো স্বাগতিকরা। অন্যদিকে সমান ম্যাচে ২ জয়ে ৬ পয়েন্ট নিয়ে দুইয়ে ভারত। ৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে নেপাল।

২০১৭ সালে সাফ অনূর্ধ্ব-১৫ নারী চ্যাম্পিয়নশিপে এই ভারতকে হারিয়েই শিরোপার আনন্দে মাতে বাংলাদেশ। নারী সাফের যেকোনো পর্যায়ে যা বাংলাদেশের প্রথম শিরোপা। কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে শামসুন্নাহারের গোলে সেবার ভারতকে হারিয়েছিল বাংলাদেশ।

নিজেদের প্রথম ম্যাচে নেপালের সঙ্গে গোলশূন্য ড্র করলেও দ্বিতীয় ম্যাচেই ছন্দে ফেরে বাংলাদেশ। ভুটানকে ৬-০ গোলে উড়িয়ে দেন মারিয়া মান্ডারা। আর ভারত নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৫-০ এবং দ্বিতীয় ম্যাচে ভুটানকে ৩-০ গোলে হারায়।



মন্তব্য করুন