শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

নিউ ইয়র্কে সন্ত্রাসীর কলঙ্ক থেকে বাংলাদেশির মুক্তিলাভ

নিজস্ব প্রতিবেদক, যুক্তরাষ্ট্র
২৯ জানুয়ারি ২০২২ ১২:০৯ |আপডেট : ৩০ জানুয়ারি ২০২২ ০৪:৫৭
নিউ ইয়র্কের ব্রঙ্কসের প্রবাসী বাংলাদেশি হুমায়ূন রশিদ
নিউ ইয়র্কের ব্রঙ্কসের প্রবাসী বাংলাদেশি হুমায়ূন রশিদ

সন্ত্রাসীর কলঙ্ক থেকে মুক্তি পেলেন নিউ ইয়র্কের ব্রঙ্কসের প্রবাসী বাংলাদেশি হুমায়ূন রশিদ। ব্রঙ্কস কাউন্টি ক্রিমিনাল কোর্টের বিজ্ঞ বিচারক তাকে নির্দোষ ঘোষণা করে সাম্প্রতি একটি রায় ঘোষণা করে মামলার কার্যক্রম বন্ধের নির্দেশ দেন।

জানা যায়, গত বছরের ২১ মে নর্থ ব্রঙ্কস ইসলামিক সেন্টারে আসরের নামাজ শেষে ইমামতি বিষয়ে মসজিদ কমিটির কর্মকর্তার সাথে তার এক বাকবিতণ্ডার ঘটনার তিন দিন পর পুলিশ তার বাসায় হানা দেয়। তাকে বাসায় না পেয়ে তার মেয়েকে তারা বলে যায় তাকে ৫২ পুলিশ প্রিসেঙ্কটে (পুলিশ ষ্টেশনে) যোগাযোগ করতে।

পরে তিনি পুলিশ প্রিসেঙ্কটে যোগাযোগ করলে জানান হয় তার বিরুদ্ধে সন্ত্রাসী হামলার অভিযোগ রয়েছে। গত বছর ১ জুন তিনি পুলিশ প্রিসেঙ্কটে যান এবং আইনজীবী নিয়োগ করেন। প্রিসেঙ্কটে যাওয়ার পর তাকে গ্রেপ্তার করা হয় এবং কয়েক ঘণ্টা পর তাকে কোর্টে হাজির করা হয়। আদালত তাকে জামিন দেন।

মামলাটি আট মাস চলার পর গত ১০ জানুয়ারি আদালত তাকে নির্দোষ ঘোষণা করে মামলাটি খারিজ করে কার্যক্রম বন্ধের নির্দেশ দেন।



মন্তব্য করুন

সর্বশেষ খবর
এই বিভাগের আর খবর