শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

তুমি বাধ্য নও

প্রদীপ্ত মোবারক
২ এপ্রিল ২০২১ ০১:৩০ |আপডেট : ২৭ এপ্রিল ২০২১ ০৪:২৩
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

কবি প্রদীপ্ত মোবারক একজন সুপরিচিত আধুনিক কবি। তার কবিতার প্রধান বিষয়বস্তু হচ্ছে প্রেম-দ্রোহ; সমাজচেতনা ও দেশপ্রেম। এছাড়াও তার কবিতার লক্ষণীয় বৈশিষ্ট্য আধুনিকতা। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে পড়াশোনা শেষ করেন প্রদীপ্ত মোবারক। বর্তমানে বাংলা কবিতার ছন্দ নিয়ে গবেষণার কাজ করছেন কলকাতার রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে।

কর্তব্যের পদচারণায় ক্লান্ত পথিক

তবু বিশ্রামের নেশায় ব্যস্ত নয় শরীর৷

জানি তুমি বাধ্য নও; বাধ্য নয় অবসর

সময়ের তরে।

নতুন নতুন অবহেলা মনটাকে গুঁজে দেয়—

নিমগ্ন অন্ধকারে৷

অলস দুঃখগুলো অপেক্ষায় থাকে—

নতুন কোনো স্লটের আশায়৷

সুখ সে তো বিতাড়িত! উপেক্ষা চলে—

বিরামহীন প্রতি স্বপ্ন আর বাস্তবতা ঘিরে।

তবু কিছু স্বপ্ন আর প্রত্যাশা জমা রাখলাম-

তোমার সিন্ধুকে৷



মন্তব্য করুন